গত ৭ ডিসেম্বর ২০২০ সকাল ৯ঃ০০ টায় পি এইচ টি সেন্টার – সমাজসেবা অধিদপ্তর এর কনফারেন্স কক্ষে ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপল্স সোসাইটি (ভিপস) এবং পি এইচ টি সেন্টার – সমাজসেবা অধিদপ্তর এর যৌথ উদ্দ্যেগে ” প্রতিবন্ধী শিক্ষার্থীর সুরক্ষা ও নিরাপদ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমাদের করণীয় বিষয়ক একটি অর্ধ বেলার কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালা উদ্বোধন করেন জনাব মাহিমা আক্তার জান্নাতি- সহকারী পরিচালক ( পি এইচ টি সেন্টার) । কর্মশালার পরিচালনায় ছিলেন ভিপসের সাধারন সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম এবং সার্বিক তত্বাবধানে ছিলেন ভিপসের কর্মীবৃন্দ।
কর্মশালায় অংশগ্রহণ করেন পি এইচ টি সেন্টার উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক,ও কর্মচারী সহ আরও অনেকে। বেলা ১ঃ০০ ঘটিকায় কর্মশালার কার্যক্রম সমাপ্ত হয়।