দৃষ্টি প্রতিবন্ধী প্রাথমিক শিক্ষকদের মাঝে ডেইজি পদ্ধতির ডিপিএড প্রশিক্ষণ বই বিতরণ উপলক্ষে আলচোনাসভাঃ
৭ সেপ্টেম্বর ২০২০ সকাল ১১:00 টায় ভিপস দৃষ্টি প্রতিবন্ধী প্রাথমিক শিক্ষকদের মাঝে অনলাইনে ডেইজি পদ্ধতির ডিপিএড প্রশিক্ষন বই বিতরনের আয়োজন করে। উক্ত আয়োজনের সভাপতিত্ব করেন ভিপস সভাপতি জনাব নাসরিন জাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর মহাপরিচালক জনাব শাহ্ আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর পরিচালক ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সমন্বয়কারী জনাব নাজরানা ইয়াসমীন হীরা। উল্লেখ্য মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ভিপস ৭ টি ডিপিএড প্রশিক্ষন বই দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী DAISy পদ্ধতিতে রূপান্তর করে যা পর্যায়ক্রমে সকল পি টি আই এবং দৃষ্টি প্রতিবন্ধী প্রাথমিক শিক্ষকদের মাঝে বিতরণ করা হচ্ছে।
উক্ত অনলাইন আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল হতে ২৫জন দৃষ্টি প্রতিবন্ধী সহকারী প্রাথমিক শিক্ষক এবং ভিপসের নির্বাহী সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।
বইগুলো অনলাইনে ডাউনলোড করার লিংক নিচে দেওয়া হল-
Bangla Dped Book 1st Part Daisy Multimedia
Bangla DPED Book 2nd Part Daisy Multimedia
English Subject Knowledge and Pedagogical Knowledge Daisy Multimedia
Peshagoto Shikkha 1st Part Daisy Multimedia
Peshagoto Shikkha 2nd Part Daisy Multimedia
Peshagoto Shikkha 3rd Part Daisy Multimedia
Peshagoto Shikkha 4th Part Daisy Multimedia