গত ২০ জানুয়ারি, ২০২৩ তারিখ রোজ শুক্রবার গাজীপুর এর মনপুরা পার্ক ও রিসোর্টে অনুষ্ঠিত হয় ভিপসের বার্ষিক বনভোজন। প্রাকৃতিক ও মনোরম পরিবেশে ভিপসের সদস্য ও তাদের পরিবারবর্গসহ মোট ৮০ জন এ আয়োজনে অংশগ্রহণ করেন। দিনটিকে স্বরণীয় ও আনন্দমুখর করার জন্য পিকনিকে উপস্থিত সকলের জন্য নানান প্রকার রাইডের ব্যবস্থা করা হয়। নারী, পুরুষ ও শিশুদের জন্য ভিন্ন ভিন্ন বিভাগে খেলাসহ কুইজ ও লটারির আয়োজন করা হয়। পিকনিকে বিশেষ আকর্ষণ হিসেবে স্পেশাল কুপন নামে একটি লটারির ব্যবস্থা , যে লটারিতে পিকনিকে আগত সকল পরিবার একটি করে নিশ্চিত পুরষ্কার পেয়েছেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও আরোও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দিনটি হয়ে উঠেছিল ভীষণ উৎসবমুখর।
পিকনিকের সকল ছবির লিংক নিচে দেয়া হলোঃ-