সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ কার্যকর করেছে। ১২ জানুয়ারী ২০১২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি-১ শাখা বিসিএস ক্যাডার সার্ভিস ও অন্যান্য ১ম ও ২য় শ্রেণীর সরকারি চাকুরির ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ১% কোটা সংরক্ষণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।
৩য় ও ৪র্থ শ্রেণীর ক্ষেত্রে প্রতিবন্ধী (এতিমসহ) ব্যক্তিদের জন্য ১০% চাকরীর কোটা সংরক্ষণের প্রজ্ঞাপন জারী করেছেন যা ইতিমধ্যেই বাস্তবায়িত হচ্ছে।