World White Cane Safety Day – 2020

গত ১৫ অক্টোবর ২০২০,বৃহস্পতিবার বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২০” উদ্যাপন করা হয়। এবছর এ দিবস এর প্রতিপাদ্য ছিল-“সাদাছড়ির উন্নতি, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির অগ্রগতি”। সমাজকল্যাণ মন্ত্রণালয় এর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এ দিনটি উদ্যাপন উপলক্ষে ফাউন্ডেশনস্থ সুবর্ণ ভবন এর অডিটরিয়ামে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আলোচনা সভা ও দৃষ্টি প্রতিবন্ধী মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্মাননা প্রদানপূর্বক একটি অনুষ্ঠান এর আয়োজন করেন। এই অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন সুপারিশ ,পরামর্শ ও আবেদন উপস্থাপন করা হয় এবং এ বিষয় গুলোর প্রেক্ষিতে পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন এর আশ্বাস দেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত মাননীয়- অতিথিবৃন্দ ।অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে ছিলেন জনাব নুরুজ্জামান আহমেদ,এমপি –মাননীয় মন্ত্রী,সমাজকল্যাণ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ আশরাফ আলী খান খসরু (এমপি) – মাননীয় প্রতিমন্ত্রী ,সমাজকল্যা মন্ত্রণালয়, জনাব রাশেদ খান মেনন (এমপি)-মাননীয় সভাপতি,সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি-অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন –জনাব মোহাম্মদ জয়নুল বারী (সম্মানীয় সচিব),সমাজকল্যাণ মন্ত্রনালয়, জনাব শেখ রফিকুল ইসলাম (অতিরিক্ত সচিব)-মহাপরিচালক , সমাজসেবা অধিদপ্তর, জনাব মোঃআনিছুজ্জামান (অতিরিক্ত সচিব)-ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন জনাব মোঃআনিছুজ্জামান, সভাপতির বক্তব্য উপস্থাপন করেন জনাব মোহাম্মদ জয়নুল বারী । অনুষ্ঠানে সাদাছড়ি নিরাপত্তা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সভাপতি ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপল্স সোসাইটি (ভিপস) ও নির্বাহী পরিচালক ডিজ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশন (ডিসিএফ) এর জনাব নাসরিন জাহান। এছাড়াও বিশেষ বক্তব্য উপস্থাপন করেন –জনাব জাহাঙ্গীর আলম ,সাধারন সম্পাদক (ভিপস)। উক্ত আলোচনা সভায় দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে কর্মরত প্রতিষ্ঠান সমূহের মত (ভিপস) হতে ও একটি প্রতিকী র্যালির আয়োজন করা হয়,র্যালিতে ভিপস পরিবারের পক্ষ হতে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি অংশগ্রহন করেন। উক্ত অনুষ্ঠানে ভিপস এবং সমাজসেবা অধিদপ্তর হতে প্রাপ্ত দৃষ্টি প্রতিবন্ধী মেধাবী ছাত্র-ছাত্রীদের তালিকার প্রেক্ষিতে তাদেঁর সকলকে সম্মাননা প্রদান ও স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয় । বেলা ১২.৫০ মিনিটে সভাপতি জনাব মোহাম্মদ জয়নুল বারী এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান এর সমাপ্তি ঘোষনা করা হয় ।

world white cane safety day-2020
world white cane safety day-202

To see the full album click here- https://photos.app.goo.gl/mpFXKR4CVBVxCxbu5

 

 

Leave a Comment