২২ ফেব্রুয়ারি ২০২২ রোজ শুক্রবার সি আর পি কনফারেন্স রুম , ২২ ফেব্রুয়ারি ২০২২ রোজ শুক্রবার সি আর পি কনফারেন্স রুম , সেকশন ১৪- মিরপুর এ ভিজুয়ালী ইম্পেয়ার্ড পিপল্স সোসাইটি (ভিপস) দৃষ্টি-প্রতিবন্ধী শিশুদের জন্য পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা এবং ভিপস এর দোয়া ও ইফতার মাহফিল ২০২২ এর আয়োজন করে। কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত হতে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা অনলাইনে অংশগ্রহণ করেন, প্রতিযোগিতায় ‘ক’ ও ‘খ’ বিভাগ হতে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ প্রতিযোগীদের মধ্য থেকে ১ম – ৫ম স্থান অধিকারীদের পুরষ্কার প্রদান করা হয়। বিশেষ ভাবে উল্লেখ্য যে উক্ত দোয়া ও ইফতার মাহফিলে ব্রেইল পদ্ধতিতে মুদ্রিত ৩ টি পবিত্র কোরআন শরীফ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়। এই পবিত্র কোরআন শরীফসমূহ ক্রয়ে আর্থিক সহযোগিতা প্রদান করেন ভিপসের সহ সভাপতি জনাব আশিকুর রহমান অমিত এবং নির্বাহী সদস্য জনাব তালুকদার রিফাত পাশা । দোয়া ও ইফতার মাহফিলে ভিপসের সকল সম্মানিত সদস্য – তাঁদের পরিবারবর্গ এবং ভিপসের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। সন্ধ্যা ৭.৩০ মিনিটে ইফতারের পর উক্ত দোয়া ও ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন ভিপসের সভাপতি জনাব নাসরিন জাহান।
দৃষ্টি-প্রতিবন্ধী শিশুদের জন্য পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা এবং ভিপস এর দোয়া ও ইফতার মাহফিল ২০২২ এর কার্যক্রমের ছবিসমূহ দেখতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন-
https://drive.google.com/drive/folders/1dnRc0vjYue6O5ihG-t96Y6wuW5lzt3qw?usp=sharing