National Seminar on Equity and Inclusion in National Curriculum of Bangladesh

National Seminar on Equity and Inclusion in National Curriculum of Bangladesh
National Seminar on Equity and Inclusion in National Curriculum of Bangladesh

১১ ফেব্রুয়ারি, ২০২৩ ইং, শনিবার, সকাল ৯.০০ ঘটিকায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এর ট্রেনিং রুম-৩ এ এশিয়ান সেন্টার ফর ইনক্লুসিভ এডুকেশন (এসিআইই) এর আয়োজনে এবং ভিজুয়ালী ইম্পেয়ার্ড পিপলস সোসাইটি (ভিপস) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর যৌথ আয়োজনে- “ নতুন শিক্ষাক্রমে জেন্ডার, ইক্যুইটি এবং ইনক্লুশন” বিষয়ক একটি সেমিনার আয়োজন করা হয়। উক্ত সেমিনার উদ্বোধনে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ ফরহাদুল ইসলাম, চেয়ারম্যান, এনসিটিবি, শিক্ষা মন্ত্রণালয়, সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উন্নয়ন সহযোগী সংস্থাগুলোকে শিক্ষাক্রম বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক ড. এম তারিক আহসান, সেক্রেটারি জেনারেল, এশিয়ান সেন্টার ফর ইনক্লুসিভ এডুকেশন (এসিআইই), অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল ও নর্দান রিজিয়ন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে প্রোগ্রাম প্রধান মো. আশিক বিল্লাহ, ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটির (ভিপস) সভাপতি নাসরিন জাহান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিটিবির শিক্ষাক্রম কমিটির সদস্য অধ্যাপক এম মশিউজ্জামান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হালিম।
সেমিনারে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ভিজুইয়ালী ইম্পেইয়ার্ড পিপলস সোসাইটির (ভিপস) পক্ষ থেকে দুটি কিনোট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়েছে। সংস্থা দুটি শিক্ষাক্রম বাস্তবায়নে বিশেষ করে জেন্ডার, ইক্যুইটি ও ইনক্লুশন বিষয়ক উদ্যোগগুলো তারা অব্যাহত রাখবে এবং সরকারের বাস্তবায়নকারী সংস্থাগুলোর সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

উক্ত সেমিনার সম্পর্কিত প্রকাশিত বিভিন্ন অনলাইন পত্রিকার খবরের লিঙ্ক নিম্নরুপ –
https://bangladeshmoments.com/campus/102852/
https://www.banglatribune.com/others/785219/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%

প্রোগ্রামের ছবিসমূহের লিঙ্ক –https://drive.google.com/drive/folders/1ubCW97D5a5W8ZP6Vhdjl369D5iFM5rFC?usp=share_link

 

Leave a Comment